ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

কারিনা বললেন রাবিশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
কারিনা বললেন রাবিশ! কারিনা কাপুর খান

ভারতের একটি ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার সীতারাম মেডিকেল সেন্টারে আলট্রাসনোগ্রাফির জন্য স্ত্রীরোগবিশেষজ্ঞর শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি অন্তঃসত্ত্বা।

প্রথম সন্তানের মুখ দেখার জন্য স্বামী সাইফ আলি খানকে নিয়ে অধীর আগ্রহে আছেন বেবো!

সাম্প্রতিক সময়ে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি কারিনা। বেশকিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটনের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণও গ্রহণ করেননি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো হচ্ছে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সবার ধারণা ভুল। তিনি গর্ভবতী কি-না তা নিয়ে তাদেরই সন্দেহ আছে। তিনিও এ গুজব শুনে না হেসে পারেননি। তার ভাষ্য, ‘এগুলো কেমন গুজব? আমি সন্তানসম্ভবা নই। আগামী দুই বছর মা হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। মানুষ কী আজেবাজে কথা বলছে! আমি কোনো চিকিৎসকের কাছেও যাইনি। মা হওয়ার সিদ্ধান্ত নিলে স্বাভাবিক প্রক্রিয়াতেই হবো। ’

এদিকে গত ১ এপ্রিল মুক্তি পেয়েছে কারিনার নতুন ছবি ‘কি অ্যান্ড কা’। এতে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। ছবিটিতে কারিনার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। সম্প্রতি ‘সাদমা’র রিমেকে কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন বেবো। তবে সঞ্জয়লীলা বানসালির ‘গুস্তাকিয়া’ ছবিতে তাকে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।