ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ব্রাজিলে আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ব্রাজিলে আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস

আগামী ৩০ মে থেকে ৫ জুন ব্রাজিলের মানাওসে অনুষ্ঠিত হবে আইটিআইর ৩৫তম বিশ্ব কংগ্রেস। এতে অংশ নেবেন বিশ্বনাটকের কর্তাব্যক্তিরা।

আইটিআইর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কেন্দ্রকে এই অনুষ্ঠানে পুনর্গঠন করা হবে।

এদিকে গত ২৭ মার্চ চীন আইটিআই ও আইটিআই সচিবালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিশ্বনাট্য দিবসের (২৭ মার্চ) অনুষ্ঠান হয়ে গেলো চীনের গোয়াংজুতে। এখানেই আইটিআইর ৩৫তম বিশ্ব কংগ্রেসের তারিখ নির্বাচন করা হয়।  

জানা যায়, আইটিআইর  সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ আইটিআইর সহসভাপতি অধ্যাপক আবদুস সেলিম বিশ্বনাট্য দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে বিশ্বখ্যাত রুশ নাট্যনির্দেশক আনাতোলি ভাসিলিয়েভ বিশ্বনাট্য দিবস বাণী পাঠ করেন।

মঞ্চে অন্য সাতজন বিশিষ্ট ব্যক্তির সাথে রামেন্দু মজুমদার ঐতিহ্যবাহী গং বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ২৭ মার্চ দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিলো এশিয়ান ট্রাডিশনাল থিয়েটার ফোরাম ও ১৭টি দেশের প্রতিনিধিদের নিবন্ধ উপস্থাপন। রামেন্দু মজুমদার বাংলাদেশের কয়েকটি ঐতিহ্যবাহী লোকনাট্যের উদাহরণ দিয়ে লোকনাট্য শিল্পীদের জীবিকা নির্বাহের উপায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।

২৮ মার্চ আইটিআইর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিদের সভা হয়। চীন আইটিআইর সভাপতি ড. জি গুপিং, আইটিআই ডিরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানকোনে ও রামেন্দু মজুমদার প্রারম্ভিক বক্তব্য দেন। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।