ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

মিঠুর ‘জোনাকির আলো’ টিভিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
মিঠুর ‘জোনাকির আলো’ টিভিতে

মাস খানেক আগে রাজধানীর ধানমন্ডি এলাকায় গাছচাপায় নিহত হন নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। অকাল প্রয়াত এই শিল্পীর চলচ্চিত্র ‘জোনাকির আলো’ উপভোগ করা যাবে ছোটপর্দায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে ছবিটি প্রচার করা হবে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে ‘রবি এ সপ্তাহের বিশেষ ছবি’ বিভাগে থাকছে এটি।
 

ইমন-মিম-কল্যাণ অভিনীত আলোচিত ছবিটিতে আরও আছেন তারিক আনাম খান, পারভীন সুলতানা দিতি, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, গাজী রাকায়েত, শামস সুমন, পুতুল আনিস ও শিশুশিল্পী ফারহান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।