ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

সেলিব্রেটি তারিন!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
সেলিব্রেটি তারিন! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তারিন তো সেলিব্রেটিই! একথা কে না জানে। তবুও প্রসঙ্গটা এলো সেলিব্রেটি হিসেবে একটি বিজ্ঞাপনচিত্রে তিনি মডেল হয়েছেন বলে।

এতে তারিনকেই দর্শক দেখবে। তিনি ঘরে-বাইরে কি পোশাক পরেন, সেসবের ধারণা পাওয়া যাবে।


বেক্সি ফেব্রিক্সের ১ মিনিট ব্যাপ্তির এ বিজ্ঞাপনের দৃশ্যধারণ হচ্ছে কক্সবাজারের সাগর, পাহাড়, শৈবালসহ বিভিন্ন স্থানে। এর নির্দেশনা দিচ্ছেন রানা মাসুদ। ভাবনাটাও তারই। তিনি বললেন, ‘তারিনকে নিয়ে পাঁচ-ছয় বছর আগে ফ্রেশ চায়ের বিজ্ঞাপন বানিয়েছিলাম। নতুন বিজ্ঞাপনের গল্পটা একজন সেলিব্রেটিকে ঘিরে। তাই তাকে নির্বাচন করা হলো। ’

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে ধারাবর্ণনাও দেবেন তারিন। এর চিত্রগ্রহণ করেছেন ভেঙ্কট গঙ্গাধারী। সম্পাদনা ও রঙের কাজ হবে মুম্বাইয়ে। আবহ সংগীত পরিচালনা করার কথা ইবরার টিপুর।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।