ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আইজিসিসিতে অনামিকা ত্রিপুরার সংগীত সন্ধ্যা শনিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
আইজিসিসিতে অনামিকা ত্রিপুরার সংগীত সন্ধ্যা শনিবার অনামিকা ত্রিপুরা

ঢাকা: রাজধানীর গুলশানের গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আজিসিসি) রবীন্দ্র সংগীত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গানের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় আইজিসিসি-তে শিল্পী অনামিকা ত্রিপুরার পরিবেশনায় এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

বুধবার (০৬ এপ্রিল) আইজিসিসি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, সবার জন্য উন্মুক্ত ওই অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোনো ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।