ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শিশু নির্যাতনের বিরুদ্ধে মমতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
শিশু নির্যাতনের বিরুদ্ধে মমতাজ মমতাজ

শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন লোকজ গানের সম্রাজ্ঞী মমতাজ। সংস্কৃতি মন্ত্রণালয় ও দেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত শিশু নির্যাতনবিরোধী ‘ব্রেভার কনসার্ট’-এ গান গেয়ে শোনাবেন তিনি।

মমতাজ বলেছেন, ‘আমরা সবাই জানি, আজকের শিশু আগামীর ভবিষ্যত। তাই শিশুদেরকে আগামীর কান্ডারি হয়ে উঠতে দিতে প্রয়োজন নিরাপদ পরিবেশ। যেখানে তাদের সামনে থাকবে না কোনো ভয়, থাকবে না বাঁধার দেয়াল। যে বা যারা এই বাঁধার দেয়াল তৈরি করে, সবাই মিলে উচিত তাদের প্রতিরোধ করা। ’

কনসার্টে মমতাজের পাশাপাশি থাকছে ফিডব্যাক ও নেমেসিস ব্যান্ড, হায়দার হোসেন এবং ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পী সজল ও পিংকি ছেত্রীর পরিবেশনা।

শুক্রবার (৮ এপ্রিল) চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। সঞ্চালনায় তানিয়া হোসাইন।

বাংলাদেশ সময় : ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।