ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকার খান অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
আনুশকার খান অভিজ্ঞতা!

শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানাদি জোড়ি’র মাধ্যমে বলিউডে পা রেখেছেন আনুশকা শর্মা। এরপর ‘ব্যান্ড বাজা বারাত’ (রণবীর সিং), ‘বদমাশ কোম্পানি’ (শহিদ কাপুর), ‘পাটিয়ালা হাউজ’ (অক্ষয় কুমার), ‘জব তাক হ্যায় জান’ (শাহরুখ খান) ও আমির খানের সঙ্গে ‘পিকে’ ছবিতে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

খুব শিগগিরই সালমানের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন আনুশকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘তিনজনই অসাধারণ। তাদের সঙ্গে কাজ করার মজাটাই আলাদা। বলিউডের এই তিন খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি খুব সৌভাগ্যবতী তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। ’

আনুশকা এখন ব্যস্ত ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে তার সহশিল্পী বলিউড সুপারস্টার সালমান খান।    

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।