ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ফাহমিদা নবীর ‘সংসার’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
ফাহমিদা নবীর ‘সংসার’! ফাহমিদা নবী-ছবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রখ্যাত সংগীত পরিবারে জন্ম তার। অমর সংগীতশিল্পী মাহমুদুন্নবীর সুযোগ্যা কন্যা তিনি।

চলতে চলতে ঋদ্ধ হয়েছেন। ফেসবুকে প্রায়ই ছোট-বড় লেখা প্রকাশ করছেন তিনি। এগুলোর অধিকাংশই তার অভিজ্ঞতা। এবার সংসার নিয়ে লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী।

ফাহমিদা নবীর মতে, ‘সংসার জীবন এক মায়াঘরের মায়ার খেলা। বাস্তবতা সেখানে মেনে নেয়া, প্রয়োজনের সালিশঘর ...! বন্ধন অদৃশ্যমান মজবুত, খালি চোখে দেখা যায়না , বিচিত্র তার আবদার, বেহিসেবি অভিমান, সুক্ষ চাওয়া , রাগ , নিরব অশ্রু, জেদ, একাকার হুলুস্থুল তার বহি:প্রকাশ ...! বোঝাপড়া গুলো ভীষণ একরোখা ..! কখনো বোকার মতোন....! কিন্তু নিখুঁত গাঢ় তার অন্তর্নিহিত ব্যাকরণ...! কী বিচিত্র....! বেড়ে ওঠার মায়া ভুলতে দেয় না অতীত ! বর্তমান সেখানে শুধুই সামান্য বয়ে যাওয়া মাত্র...!’

ফাহমিদা নবী আরও লিখেছেন, ‘একা হয়ে যাওয়ার গল্প, একাই পড়ে থাকে...চলমান মুহুর্তগুলোর আশপাশ ঘিরে...! দিনশেষে সোনালী ফেলে আসা দিনের জোড়ালো বন্ধন, মনের ওজন বাড়ায়, অকারণে! ছায়াগুলোকে কেউ পারে ধারণ করে পথ চলতে। সাহসী বিশ্বাসের নতুন অতীত তৈরী করতে থাকে মায়ামুখগুলোর জন্য...!

কেউবা শুধুই হোচট খায় বারবার ছায়া সরাতে গিয়ে। দায়িত্ব নিতে গিয়ে...! মেনে নাও হিসেবগুলো... সবটাই একরোখা সত্য ... অভিমান নিজস্ব গতি... ছেড়ে দাও...সত্যকে ভালোবাসো... হাঁটো...প্রয়োজনে দৌড়াও...পুরো বিষয়টাইতো ভালোবাসার...!’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।