ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশা বসুর বিয়ের কার্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
বিপাশা বসুর বিয়ের কার্ড

৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হচ্ছে বিপাশার বসু। বড়সর আনুষ্ঠানিকতার আগের করণীয়গুলো শেষ করছেন বিপাশা ও করণ।

তৈরি হয়ে গেছে বিয়ের কার্ড। শোনা যাচ্ছে, বন্ধুদের বাড়িতে সেই কার্ড পাঠাচ্ছেন এই জুটি। শুধু কার্ড নয়, মোবাইলে মেসেজের মাধ্যমেও বন্ধুদের দাওয়াত দেওয়া হচ্ছে।

এখানেই শেষ নয়, বিপাশা ও করণের বিয়ে নিয়ে এতোদিন শুধু গুঞ্জন চলেছিলো। তবে আজ (৭ এপ্রিল) সে গুঞ্জন উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছেন এই জুটি। এরপর বলিউডের এই বাঙালি কন্যাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, ২৮ এপ্রিল মুম্বাইয়ের জুহুর ভিলা সিক্সটি নাইন লাউঞ্জ বারে হবে মেহেদি অনুষ্ঠান। পরদিন (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে মালাবদল করবেন দু’জন। চার হাত এক হওয়ার সময় থাকবেন শুধু দুই পরিবারের সদস্যরা।

একই দিন লোয়ার প্যারেলে অবস্থিত পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে থাকছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে তাদের পরিবারের পাশাপাশি থাকছেন বলিউডে উভয়ের কাছের বন্ধুরা। আমন্ত্রিত অতিথি তালিকায় আছেন অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি,  অভিনেতা মাধবন ও তার স্ত্রীর নাম। তবে এই তারকা জুটির বিয়ের সব খবর জানেন বিপাশার ঘনিষ্ঠ বন্ধু ডিজাইনার রকি এস ও ফিটনেস বিশেষজ্ঞ ড্যানি পান্ডে। বর-কনের পোশাক ডিজাইন করছেন রকি এস।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।