ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ইমরানের ভিডিওতে এবার তমা মির্জা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
ইমরানের ভিডিওতে এবার তমা মির্জা তমা মির্জা ও ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গানের ভিডিওতে বেশ কয়েকজন অভিনেত্রী মডেল হয়েছে। এ তালিকায় এবার যুক্ত হলো তমা মির্জার নাম।

নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন তিনি।
 
‘বৈশাখী রং’ শিরোনামের গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন উঠতি সংগীতশিল্পী মোহাম্মদ মিলন। নাম দেখেই বোঝা যাচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি হয়েছে এটি।

তমার সঙ্গে এ ভিডিওতে মডেল হয়েছেন সাঞ্জু জন। গত ৫ এপ্রিল রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিও এবং পুরান ঢাকার আবহে ভিডিওর দৃশ্যায়ন হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
 
গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন ইমরান। আগামী ১০ এপ্রিল এটি সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে। এ গানের কথা লিখেছেন জাহিদ আকবর।
 
নতুন গান প্রসঙ্গে ইমরান বাংলানিউজকে বললেন, ‘আমার গানগুলো একটু রোমান্টিক ঘরানার হয়ে থাকে। তবে এবারই প্রথম বাংলা নববর্ষ উপলক্ষে নিজের সংগীতে গান করলাম। এটি অনেক রিদমিক। নাচের উপযোগী একটি গান বলতে পারেন। শ্রোতারা এটা শুনলেই মজা পাবেন। ’

 ইমরানের ‘দূরে দূরে’ গানে ঊর্মিলা শ্রাবন্তী কর, ‘আরাধনা’য় শবনম ফারিয়া, ‘মানে না মন’-এ সুজানা, ‘শেষ সূচনা’ ও ‘বলতে বলতে চলতে চলতে’ গানে তানজিন তিশা এবং সর্বশেষ ‘ফিরো আসো না’ গানে মডেল হন পিয়া বিপাশা।

বাংলাদেশ সময় : ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।