ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

‘আঁধার’-এর শুভমুক্তিতে অশুভ আঁধার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
‘আঁধার’-এর শুভমুক্তিতে অশুভ আঁধার!

মহরত হওয়ার মাধ্যমে নয়নের সব ভার নেমে গেলো! তার স্বপ্নের সিনেমা ‘আধাঁর’-এর কাজ শুরু হলো। নাছোড়বান্দা নয়নের আন্তরিকতায় শেষমেশ রাজি হন সোহানা।

গত দুই বছরে তিনি কোনো সিনেমাতেই কাজ করেননি। করা সম্ভবও ছিল না। কারণ দুই বছর ধরে তিনি অন্ধ।
 
তানিয়া নয়নের প্রেমিকা। সেই ছাত্রজীবন থেকে দু’জনের প্রেম। তানিয়া জানে নয়নের সিনেমা নিয়ে স্বপ্নের কথা। কিন্তু কেনো যেন সে আর সহ্য করতে পারছে না। সেটা কি সিনেমা নিয়ে নয়নের অতি ব্যস্ততা? নাকি তানিয়ার প্রতি অবহেলা, নাকি অন্যকিছু? বোঝা যায় না, বুঝতে পারে না দু’জনের কেউই, তবে কিছুটা হলেও বুঝতে পারে একজন- সেটা নায়িকা সোহানা।
 
ঘোর লাগা সময় কাটিয়ে একদিন শেষ হয় নয়নের ‘আঁধার’। আসে স্বপ্নপূরণের মুহূর্ত। শুভ জন্মদিনেই তার স্বপ্নের সিনেমা ‘আঁধার’-এর শুভমুক্তি। কিন্তু কি এক অশুভ আঁধার ঘনিয়ে আসে এমন দিনে নয়নের সামনে। যে সত্য আজ দুই নয়নে আঁধার ছড়িয়ে দিলো, নয়ন কি পারবে সেই সত্যকে প্রকাশ করতে?
 
এ গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘আঁধার’। এতে নয়ন চরিত্রে মিশু সাব্বির, সোহানার ভূমিকায় অপর্ণা ঘোষ ও তানিয়া চরিত্রে অভিনয় করেছেন রুখসানা আলি হীরা। এ ছাড়াও আছেন অধরা নদীয়া, রাজ ও মাহফুজ।
 
এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। লিখেছেন মনিরুল ইসলাম রুবেল। চিত্রগ্রহণে আদিত্য মনির। এনটিভিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘আঁধার’।
 
বাংলাদেশ সময় : ০০৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।