ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

৯০ প্রেক্ষাগৃহে দেখা যাবে অন্ধ মাহিকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
৯০ প্রেক্ষাগৃহে দেখা যাবে অন্ধ মাহিকে!

‘অনেক দামে কেনা’ ছবিতে অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মাহি। শুক্রবার (৮ এপ্রিল) ঢাকাসহ সারাদেশের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি।


 
ঢাকার মধুমিতা, সনি, সৈনিক ক্লাব, জোনাকি, পূর্ণিমা, পুনম, মুক্তি, চিত্রামহল, নিউ গুলশান, গীত, নারায়নগঞ্জের নিউ মেট্রো, চাঁদমহল, যশোরের মণিহার, খুলনার শঙ্খ, চিত্রালি, রাজশাহীর উপহার, শেরপুরের চন্দ্রিমা, কুমিল্লার মধুমতি, নাটোরের ছায়াবাণীসহ মোট ৯০টি প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।
 
ছবিটিতে মাহি আবার জুটি বেঁধেছেন বাপ্পির সঙ্গে। এ ছাড়া ‘অনেক দামে কেনা’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। তার সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করেছেন বাপ্পি-মাহি।

গল্পে দেখা যাবে, ডিপজল ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পিকে নিজের অতীতের কথা জানান ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।
 
চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
 
বাংলাদেশ সময় : ০১১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।