ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আবার মাহফুজ-পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
আবার মাহফুজ-পূর্ণিমা মাহফুজ আহমেদ ও পূর্ণিমা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাত মাসেরও বেশি সময় পর নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবারও তার নায়ক মাহফুজ আহমেদ।

নতুন নাটকটির নাম ‘লাভ অ্যান্ড কোং’। এর দৃশ্যায়ন হচ্ছে সিলেটের দুসাই রিসোর্ট ও তার অাশপাশে। ঈদ উপলক্ষে তৈরি হচ্ছে সাতপর্বের এই ধারাবাহিকটি।

এটি লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান। মাহফুজ-পূর্ণিমার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন মিশু সাব্বির, সাবিলা নূর, ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।


সর্বশেষ গত বছরের আগস্টে আরিফ খানের পরিচালনায় ‘আমার বেলা যে যায়’ টেলিছবিতে অভিনয় করেন মাহফুজ ও পূর্ণিমা। ‘লাভ অ্যান্ড কোং’ এনটিভিতে প্রচার হবে আগামী রোজার ঈদে।  

মৌলভীবাজারে কন্যাসন্তান আরশিয়াকে নিয়ে গেছেন পূর্ণিমা। তারা আছেন সেখানকার পাঁচতারকা হোটেল দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে। কাজের ফাঁকে মেয়েকে নিয়ে পাহাড়, টিলা, বন দেখছেন তিনি। এদিকে নির্মাতা মাসুদ সেজান জানান, ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ, চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।