ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন শাহরুখ খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
বাংলাদেশকে ধন্যবাদ দিলেন শাহরুখ খান শাহরুখ খান

শাহরুখ খানের ভক্ত আছে দুনিয়াজোড়া। বাংলাদেশও তার অসংখ্য ভক্ত।

ছয় বছর আগে এখানে এসে সেই চিত্র তিনি স্বচক্ষেই দেখেছেন। আবার বাংলাদেশি তরুণদের মধ্যে দেখা গেলো শাহরুখ উন্মাদনা।

‘ফ্যান’ ছবির ‘ব্যাপক ফ্যান’ শিরোনামের একটি গানের তালে বাংলাদেশের বেশকিছু তরুণ প্রিয় তারকাকে অনুকরণের চেষ্টা করেছে। ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখ খানের বাংলাদেশি ফ্যান’। নিচে উল্লেখ রয়েছে বাংলাদেশি ভক্তদের পক্ষ থেকে শাহরুখ খানের জন্য ট্রিবিউট।

নিউইয়র্ক ড্রিমস নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ভিডিও দেখেছেন শাহরুখও। তাই শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে টুইটারে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ’। সঙ্গে শেয়ার করেছেন টুইটারে দ্য কিংস ক্লাবে পোস্ট করা ভিডিওটি।

‘ব্যাপক ফ্যান’ গানটি অনুপম রায়ের গাওয়া। মনীষ শর্মা পরিচালিত ছবিটির ‘জাবরা ফ্যান’ শিরোনামের এ গান তৈরি হয়েছে আটটি ভাষায়। বাংলা সংস্করণটি তারই অংশ।

* ‘ব্যাপক ফ্যান’ গানের তালে বাংলাদেশি তরুণদের নাচের ভিডিও দেখতে ক্লিক করুন :
* ‘ফ্যান’ ছবির ‘ব্যাপক ফ্যান’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।