ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আনিকার ‘ইচ্ছেরা’ কেমন? (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
আনিকার ‘ইচ্ছেরা’ কেমন? (ভিডিও)

চট্টগ্রামের একসময়ের জনপ্রিয় ব্যান্ড ‘জ্যামিং’-এর গায়ক মঈনুদ্দিন আহমেদের বড় মেয়ে তাসনিম আনিকা। পারিবারিকভাবেই সংগীতের সঙ্গে তার বোঝাপড়া।

সংগীত প্রতিভা খোঁজার প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে পরিচিতি পেয়েছেন আনিকা। এবার প্রকাশ হলো তার গাওয়া গানের ভিডিওচিত্র।

শুক্রবার বিকেলে আনিকা বাংলানিউজকে জানান, পাওয়ার ভয়েসের সেরা ১১তে ছিলেন তিনি। ২০১৩ সালে তাদের গাওয়া গান নেয় জি সিরিজ থেকে বের হয় ‘পাওয়ার প্রজেক্ট’ অ্যালবাম। ‘ইচ্ছেরা’ শিরোনামের পপ রক ঘরানার গানটি অনেকের ভালো লেগেছিলো। ক’দিন আগে সেই গানেরই ভিডিও প্রকাশ করেছেন আনিকা।
  
‘ইচ্ছেরা’ গানটি লিখেছেন ইফতেখার সুজন। এর সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ভিডিও তৈরি করেছেন মঞ্জু আহমেদ।

আনিকা বলেন, “আমি বেশি বেশি গান করতে চাই না। পছন্দের গান গাইতে চাই সময় নিয়ে। আমি বিশ্বাস করি, ভালো গানের শ্রোতারা কখনও হারিয়ে যান না। তেমনি ভালো গানও বিলীন হওয়ার নয়। আমার বিশ্বাস ‘ইচ্ছেরা’ গানটি সবার ভালো লাগবে। ”

বাবা, শি্ক্ষিকা মা নাসরিন আক্তার ও বোনকে নিয়ে আনিকা বসবাস করছেন চট্টগ্রামের পাথরঘাটায়। পড়াশোনা শেষ করে আনিকা এখন নিয়মিত গাইছেন মঞ্চে। আগামী বছরে প্রকাশ করবেন নিজের প্রথম একক অ্যালবাম। তার আগে একাধিক সিঙ্গেলস প্রকাশের ইচ্ছে আছে আনিকার।

* আনিকার গাওয়া ‘ইচ্ছেরা’ গানের ভিডিও উপভোগ করতে ক্লিক করুন:  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।