ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

হবু শ্বাশুড়ির মন জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
হবু শ্বাশুড়ির মন জয়

বলিউডের চকোলেট বয় সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সানস’ সব বয়সী দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছে। বক্স অফিসেও সাড়া ফেলেছে এটি।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। পর্দার বাইরে ব্যক্তিজীবনেও তাদের রসায়ন কারও নজর এড়ায় না।

বড় পর্দার মতো বাস্তবেও অনেকে সিদ্ধার্থ-আলিয়া জুটিকে পাশাপাশি দেখতে চায়। তাদের মধ্যে আছেন সিদ্ধার্থর মা-ও। ভাটকন্যাকে নিয়ে ভদ্রমহিলার অনুভূতি আর দৃষ্টিভঙ্গি কেমন তা জানিয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেতা।

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, ‘আমার মায়ের চোখে আলিয়া সরল আর মিষ্টি একটা মেয়ে। তিনি সবসময় বলেন, কতো দারুণ অভিনয়ই না করে মেয়েটা। আমাদের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ মায়ের সঙ্গে আলিয়ার কথা হয় প্রথম। এরপর পরিণীতি চোপড়ার সঙ্গে আমার ছবি ‘হাসি তো ফাঁসি’র বিশেষ প্রদর্শনীতে আলাপ হয়েছে তাদের। আলিয়া আমার সব ছবির প্রদর্শনীতে আসে, তাই মায়ের সঙ্গেও দেখা হয়ে যায়। ও অবশ্য দিল্লিতে আমাদের বাড়িতেও একবার গিয়েছিলো। ’

যোগ করে সিদ্ধার্থ আরও বলেন, ‘আমরা একে অপরের চোখে চোখ রাখলে হারিয়ে যাই! ও আমার চোখে তাকিয়ে হারিয়ে যায় বলে আমি খুশি। এখন আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আলিয়া অন্যতম। আমাদের চেনাজানা অনেকদিনের। ও যা বলে তা মেনে নিতে দ্বিতীয়বার ভাবি না। ’

সিদ্ধার্থ ও আলিয়ার প্রেম নিয়ে অনেকদিন ধরেই মুখরোচক খবর বেরোচ্ছে। যদিও ‘শুধু বন্ধু’ কথাটি সামনে এনে এটা অস্বীকার করেন তারা। অবশেষে আলিয়ার প্রেমে হাবুডুবু খাওয়ার কথা পরোক্ষভাবে জানিয়ে দিলেন সিদ্ধার্থ।

হবু শাশুড়ির সবুজ সংকেত যেহেতু পেয়েছেন, তাই সিদ্ধার্থর সঙ্গেই ২৩ বছর বয়সী আলিয়া বিয়ের পথে এগোবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালে করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর কাজ করতে গিয়ে তাদের প্রথম পরিচয়। সেই সূত্রে এই প্রণয়।

এদিকে আলিয়ার হাতে এখন আছে গৌরি শিন্ডের নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। এতে তার সহশিল্পী শাহরুখ খান এবং আরও চার অভিনেতা। আর সিদ্ধার্থ ব্যস্ত ক্যাটরিনার সঙ্গে ‘বার বার দেখো’ ছবিটি নিয়ে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।