ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দুই গুণীর সঙ্গে আসাদুজ্জামান নূরও পেলেন সম্মাননা

তৃণা শর্মা, প্রদায়ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
দুই গুণীর সঙ্গে আসাদুজ্জামান নূরও পেলেন সম্মাননা

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা পেলেন নাট্যজন ড. ইনামুল হক ও নাট্যাভিনেত্রী সারা যাকের। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পদাতিক নাট্য সংসদের আয়োজনে পাঁচ দিনের সৈয়দ বদরুদ্দীন হোসাইন উৎসবের দ্বিতীয় দিন দুই গুণী শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

তাকেও স্মারক প্রদান করেছে আয়োজক দলটি।

সম্মাননা গ্রহণের পর ড. ইনামুল হক বলেন, ‘এই পদক পেয়ে আমি আনন্দিত। পদাতিক নাট্য সংসদের প্রতি আমি কৃতজ্ঞ। ’ প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় তিনি বাংলাদেশকে দেখতে চেয়েছেন, পদাতিক নাট্য সংসদ তারই প্রতিফলন। ’

সারা যাকের বলেন, ‘আমি নাটকের মানুষ। প্রায় ৪৩ বছর ধরে মঞ্চের সঙ্গে আছি। এই পদককে আমার কাজের স্বীকৃতি হিসেবে দেখছি। ’

দ্বিতীয় দিনে দর্শক সমাগম ছিলো লক্ষণীয়। বড়দের হাত ধরে এসেছিলো শিশুরাও। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’।
ঋতুরাজ বসন্ত বিদায় পর্ব
প্রকৃতির হাওয়া বলছে বিদায় বসন্ত। পুরাতন বছরকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষের আগমনী বার্তাই যেন দিয়ে গেলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ, ঢাকা মহানগর শাখার ঋতুরাজ বসন্ত বিদায়ের অনুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নন্দনমঞ্চে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ‘যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও’ শিরোনামের এ আয়োজন।

নাচ-গানের পাশাপাশি এখানে কবিতা আলাদা স্বাদ দিয়েছে দর্শক-শ্রোতাকে। রবিঠাকুরের গানের তালে যেমন ছিলো নাচ, তেমনি মৃদ্যু স্বরে উচ্চারিত হয়েছে পাঠ। সেই সঙ্গে রঙে রঙে পুরাতনকে জানানো হয়েছে বিদায়, বরণ করে নেওয়া হয় নতুনকে।

অনুষ্ঠানে সব শিল্পীর কণ্ঠে শোনা গেলো রবিঠাকুরের গান। সবাই পরেছিলেন হলুদ, বাসন্তী, সবুজ, নীল বসন। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। বাংলা নববর্ষকে আগাম স্বাগত জানানোর সঙ্গে ছিলো আগামী বর্ষা, শরৎ ও বসন্ত বরণের আমন্ত্রণ।
 
বাংলাদেশ সময় : ০১৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।