ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পিটকে ডিএনএ টেস্ট করাতে বললেন জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
পিটকে ডিএনএ টেস্ট করাতে বললেন জোলি

হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাঞ্জেলিনার সংসারে আবার দানা বেঁধেছে অশান্তি! কারণ ব্র্যাড পিটকে ডিএনএ টেস্ট করাতে বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। অভিনেত্রী-গায়িকা মেলিসা এথারিজের দুই সন্তান পিটের নয়, এটা নিশ্চিত হতে চান তিনি।

সম্প্রতি অস্ট্রেলীয় একটি টক শোতে মেলিসা জানান, পিটকে তার শুক্রাণু দানের জন্য অনুরোধ করবেন ভেবেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে আমেরিকান গায়ক ডেভিড ক্রসবির শুক্রাণু নিয়ে দুই সন্তানের জননী হন মেলিসা। তার পুত্র বেইলি ও বেকেট এখন কিশোর। মেলিসার সমকামী পার্টনার ছিলেন জুলি সাইফার। এজন্যই মা হতে শুক্রাণু নিতে হয়েছে তাকে।

তবে জোলির সন্দেহ হচ্ছে মেলিসার সন্তানদের প্রকৃত বাবা পিট! এ নিয়ে তার মনে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। তাই পিটকে ডিএনএন টেস্ট সম্পন্ন করতে বলে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা। তিনি যদি তা না করেন তাহলে উত্তরের জন্য সরাসরি মেলিসার কাছে যাবেন বলেও হুশিয়ারি দিয়েছেন জোলি।

এদিকে নিজের স্ত্রী অকারণে তুচ্ছ বিষয় নিয়ে মাথাব্যথা হওয়ার রোগে আক্রান্ত বলে কাছের মানুষদের বলছেন ৫২ বছর বয়সী পিট। এ যাত্রায় তাদের সংসারটা ভেঙে যায় কি-না সে আশঙ্কা ভক্তদের। তারা এখন ছয় সন্তানের বাবা-মা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।