ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কঙ্গনার গোপন ছবি ছড়িয়ে বেড়াচ্ছেন হৃতিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
কঙ্গনার গোপন ছবি ছড়িয়ে বেড়াচ্ছেন হৃতিক! হৃতিক রোশন - কঙ্গনা রনৌত

গোপনীয় ইমেইল ও আলোকচিত্র অপব্যবহারের কারণে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বিরুদ্ধে গত ৭ এপ্রিল অভিযোগ করেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাদের মধ্যে প্রেম চলাকালে ছবিগুলো তোলা হয়েছিলো।

কঙ্গনার ব্যক্তিগত ছবি ছড়িয়ে বেড়ানোর কারণে হৃতিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুম্বাই পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখেছেন তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। গোটা ঘটনা তদন্ত করে ‘কৃষ’ তারকাকে গ্রেপ্তারের আবেদন করেছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, তিনবার ভারতের জাতীয় পুরস্কারজয়ী কঙ্গনার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপরাধমূলক উদ্দেশে ইচ্ছাকৃতভাবে ছবিগুলো ছড়িয়ে দিচ্ছেন হৃতিক। তিনি এসব কাজ করার হুমকি কঙ্গনাকে আগেই নোটিশে জানিয়েছিলেন বলেও দাবি আইনজীবী রিজওয়ানের।

তবে হৃতিকের আইনজীবী দীপেশ মেহতা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, হৃতিক এ ধরনের কোনো কাজ করেননি। ৪২ বছর বয়সী এই অভিনেতা তার ছদ্মনামে প্রতারণা করা ব্যক্তির বিরুদ্ধে লড়ছেন বলেও দাবি করেন।

‘কাইটস’ (২০১০) ও ‘কৃষ থ্রি’ (২০১৩) ছবির জুটি হৃতিক ও কঙ্গনার দ্বৈরথ শুরু হয় এ বছরের শুরুতে। ‘আশিকি থ্রি’ ছবি থেকে বাদ পড়া প্রসঙ্গে নিজের মন্তব্যে হীনমন্য প্রাক্তন প্রেমিক হিসেবে হৃতিকের কথা আভাস দেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

এরপর আইনি নোটিশ পাঠিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেন হৃতিক। উত্তরে ২১ পাতার নোটিশে কঙ্গনা ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ তোলেন তার বিরুদ্ধে।

হৃতিকের পক্ষ থেকে বলা হচ্ছে, কঙ্গনার সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিলো না। উল্টো ‘কুইন’ তারকার বিরুদ্ধে তাকে দিনে ৫০টি ই-মেইল পাঠানোর অভিযোগ তোলেন তিনি। যেগুলোর বেশিরভাগই অশালীন। তবে কঙ্গনার অভিযোগ, হৃতিক তার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে কিছু মেইল ডিলিট করেছেন যেন স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া সহজতর হয়। দিনে দিনে তাদের আইনি লড়াই খারাপের দিকেই যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।