ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ধারাবাহিকের সূচনা সংগীতে ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ধারাবাহিকের সূচনা সংগীতে ইমরান ইমরান - ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কারও জীবনধারণ ভিন্ন/বেঁচে থাকার কারণ ভিন্ন
জীবন করে দিচ্ছে ভিন্ন/মরে যাওয়ার ইচ্ছে ভিন্ন
কারও বুকের দহন ভিন্ন/চলার পরিবহন ভিন্ন
এতো ভিন্ন জীবন তবু, যায় কী কোথাও থেমে?
জীবন রঙিন ভালোবাসায়, জীবন রঙিন প্রেমে...

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গাওয়া নতুন গানের কথাগুলো এমন। এটি তৈরি হয়েছে একটি দীর্ঘ ধারাবাহিকের সূচনা সংগীতের জন্য।

এর কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর এবং সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

ক্যামেরাবিমুখ এক তরুণের আলোকচিত্রী হওয়া, ছবি তোলার পর জীবন এবং জীবনে ঘটে যাওয়া নানাবিধ সংকট আর ভালোবাসার গল্প নিয়ে সাজানো হচ্ছে নাটকটি। পরিচালনা করছেন প্রান্ত অপূর্ব। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

জানা গেছে, নাটকটি চ্যানেলে প্রচারের আগেই সূচনা সংগীতটিকে ব্যবহার করা হবে অনলাইন প্রচারণা হিসেবে। গান মুক্তি পেলেই নাটকটির নাম জানা যাবে বলে পরিচালক ও নাট্যকার জানিয়েছেন।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে তিন গান নিয়ে নতুন একক অ্যালবাম বের করছেন ইমরান। নাম ‘বাহুডোরে’। এর সব গানের সুর ও সংগীত তারই। এগুলো লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এটি বাজারে আনছে ঈগল মিউজিক। এ ছাড়া ‘বৈশাখী রং’ শিরোনামে ইমরানের নতুন একটি গানের ভিডিও বের হচ্ছে আজকালের মধ্যে। এতে তার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। এ গানের কথা লিখেছেন জাহিদ আকবর, সুর-সংগীতে ইমরান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।