ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘শ্রাবণের মেঘগুলো’ যেন ফিরে এলো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
‘শ্রাবণের মেঘগুলো’ যেন ফিরে এলো!

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটিকে ঘিরে এতো স্মৃতি! গানটির শিল্পী মেসবা রহমানের একক অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ফিরে ফিরে এসেছে এ গানের প্রসঙ্গ। আমন্ত্রিত অতিথিরা যেন ফিরে গেলেন অতীতে, নস্টালজিয়ায়।

লেজার ভিশনের আমন্ত্রণে মেসবার একক ‘তোমার জন্য’-এর মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এসেছিলেন সংস্কৃতি অঙ্গনের অনেক নামী মানুষ। অনুষ্ঠানের মধ্যমনি ডিফরেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেজবা প্রশংসার বৃষ্টিতে ভিজলেন। অনুষ্ঠানে তার নতুন এককের সাফল্য কামনা করেন অতিথিরা।

এতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, আসিফ আকবর, মিডিয়া ব্যক্তিত্ব শফিক রেহমান, শিক্ষক আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদ, অভিনেতা মনির খান শিমুল, মডেল অন্তু করিম, লেজার ভিশনের কর্ণধার আরিফুর রহমান প্রমুখ।

‘তোমার জন্য’ অ্যালবামটি পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ করেছে লেজার ভিশন। অ্যালবামে একটি মাত্র দ্বৈতকণ্ঠের গান, মেজবার সঙ্গে গেয়েছেন ফাহমিদা নবী। অধিকাংশ গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। অন্য গীতিকারেরা হলেন সোহল রাজ, ডব্লিউ, লিখন ও সালমান। একটি গানের সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।  

অনুষ্ঠানে শিল্পী মেজবা ও আমন্ত্রিত অতিথিরা বাংলা গানে ভাষার বিকৃতি রুখতে সচেতন থাকার জন্য পরামর্শ দেন নতুন প্রজন্মের শিল্পীদেরকে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।