ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এশার অনামিকায় আংটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এশার অনামিকায় আংটি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও উর্মিলা মাতন্ডকারের পর এবার বিপাশা বসু বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এর মধ্যে এলো আরেকটি সুখবর।

শনিবার (৯ এপ্রিল) ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়েছেন এশা গুপ্তা। তার অনামিকায় এখন শোভা পাচ্ছে ডায়মন্ডের আংটি। এর ছবি পোস্ট করেই ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘ও জানতে চেয়েছে, আমি হ্যাঁ বলেছি। ’

তবে প্রেমিকের নাম গোপন রেখেছেন এশা। তিনি এর আগে পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে কিছুদিন প্রেম করেছেন।

এশার হাতে এখন তিনটি ছবি। সবই মুক্তি পাবে এ বছর। এগুলো হলো ‘হেরা ফেরি থ্রি’, ‘রুস্তম’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। এ ছাড়া বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ আইটেম গানে দেখা যাবে তাকে। গত বছর ‘বেবি’ ছবির আইটেম গানে অংশ নেন তিনি।

সর্বশেষ ‘ম্যায় রহু ইয়া না রহু’ গানের ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে মডেল হন এশা। ইমরানের সঙ্গেই ‘জান্নাত টু’ (২০১২) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এ জুটির ‘রাজ থ্রি’ ছবিটিও সুপারহিট হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।