ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম দর্শনেই চুম্বন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
প্রথম দর্শনেই চুম্বন!

বলিউডের নামজাদা নির্মাতা আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হলো। টুইটারে এটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং।

এতে অভিনেত্রী বাণী কাপুরকে চুমু দিতে দেখা যাচ্ছে তাকে।

চুম্বনে এতোই ডুবে আছেন যে পোস্টারে দু’জনের মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না! চেহারা নয়, প্রেম আর আবেগই এখানে মুখ্য। বাণীর মাথায় টুপিতে লেখা, ‘আমাদের ভালোবাসা কেইবা গুরুত্ব দেয়!’ ছবিটির ট্যাগলাইন ‘ভালোবাসার সাহস আছে যাদের, এ ছবি তাদের জন্য’।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে রণবীর লিখেছেন, ‘আপনারা উত্তেজিত হতে চেয়েছিলেন, এই যে হয়ে গেলেন!’ ছবিটিতে অভিনয়ের জন্য হিপ-হপ ও ট্যাঙ্গো নাচ শিখেছেন তিনি।

প্রয়াত নির্মাতা যশ চোপড়ার ৮৩তম জন্মবার্ষিকীতে ছবিটি নির্মাণের ঘোষণা দেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘বেফিকরে’র দৃশ্যায়ন হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এটি মুক্তি পাবে চলতি বছরের ৯ ডিসেম্বর।

২০১০ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। দুই বছর পর আবার এ প্রতিষ্ঠানের কাজ করছেন তিনি। সর্বশেষ ‘শুধ দেশি রোম্যান্স’-এ দেখা গেছে তাকে। এতেও তার বিপরীতে ছিলেন বাণী কাপুর, সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।

‘বেফিকরে’র মাধ্যমে আট বছর পর পরিচালকের আসনে বসলেন আদিত্য। সর্বশেষ ২০০৮ সালে শাহরুখ খান ও আনুশকা শর্মাকে নিয়ে তিনি পরিচালনা করেন ‘রব নে বানা ডি জোড়ি’। এদিকে রোহিত শেঠির পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর সিং। এতে তার বিপরীতে থাকবেন ‘বাহুবলী’র অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণের পাশাপাশি বলিউডে ‘হিম্মতওয়ালা’, ‘এন্টারটেইনমেন্ট’ ও ‘হামশাকালস’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।