ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আবার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আবার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রিয়াঙ্কা

‘সাত খুন মাফ’ (২০১১) ছবিতে সবচেয়ে স্মরণীয় অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড জেতেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আবার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাচ্ছেন তিনি।

১৪৭তম দাদাসাহেব ফালকে জয়ন্তীতে প্রিয়াঙ্কাকে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার দিচ্ছে দাদাসাহেব ফিল্ম ফাউন্ডেশন। মুম্বাইয়ে আগামী ২৪ এপ্রিল ভারতীয় চলচ্চিত্রের রথি-মহারথিদের উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেওয়া হবে তার হাতে।

চলতি বছর পদ্মশ্রী খেতাবও পেয়েছেন প্রিয়াঙ্কা। বলিউডের গন্ডি পেরিয়ে তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য জিতেছেন পিপল’স চয়েস অ্যাওয়ার্ড, পুরস্কার দিতে উঠেছেন অস্কার মঞ্চে, এখন অভিনয় করছেন হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে। তাই তাকে নিয়ে ভারতীয়রা দারুণ গর্বিত।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।