ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

এক বছরেই ৬২৭ কোটি টাকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এক বছরেই ৬২৭ কোটি টাকা!

চলতি বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার স্বীকৃতি পেলেন মার্কিন গায়িকা টেলর সুইফট। একটি ম্যাগাজিনের বার্ষিক তালিকায় তার নাম আছে সবার ওপরে।

তিনি পেছনে ফেলেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও জে জির মতো হলিউড ও বিশ্বসংগীতের হেভিওয়েট তারকাদের।

গত বছর সুইফট আয় করেছেন ৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬২৭ কোটি ২৮ লাখ ৭৬ হাজার টাকা! ওয়ার্ল্ড ট্যুরে টিকিট বিক্রি ও বেশকিছু ব্যবসায়িক খাত থেকে এসেছে এসব অর্থ। ২৬ বছর বয়সী এই পপতারকার মোবাইল গেম তৈরির কাজ চলছে এখন। এটি বাজারে আসবে চলতি বছরের শেষ প্রান্তে।

সবচেয়ে বেশি আয় করা তারকার তালিকায় সুইফটের পরেই আছেন মার্কিন গায়িকা লেডি গাগা। তার অ্যাকাউন্টে ঢুকেছে ৫ কোটি ৯০ লাখ ডলার। সংগীতশিল্পী জে জি আয় করেছেন ৫ কোটি ৬০ লাখ ডলার। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারজয়ী ডিক্যাপ্রিওর আয়ের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে অ্যাপল মিউজিকে গত মাসে প্রকাশিত টেলর সুইফটের ‘নিউ রোমান্টিকস’ গানের ভিডিও বেরিয়েছে। ‘নাইনটিন এইটি নাইন’ ট্যুরের সাফল্যকে উদযাপনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। ভিডিওটিকে তিনি বলছেন, ভক্তদের প্রতি তার প্রেমপত্র।

১৪ সেকেন্ডের এক টিজারে সুইফট বলেন, ‘ভক্তরাই এ ট্যুরের সেরা অংশ। তাদের সুবাদেই কনসার্টগুলো দারুণ হয়েছে। ’ এতে তার ট্যুরের কিছু অপ্রকাশিত ফুটেজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।