ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

নতুন প্রেমে ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
নতুন প্রেমে ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও ও চেলসি ওয়াইমার

অস্কারজয়ী অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও এখন প্রেম করছেন বিখ্যাত ফ্যাশন হাউস ভিক্টোরিয়া’স সিক্রেটের মডেল চেলসি ওয়াইমারের সঙ্গে। যুক্তরাষ্ট্রের মালিবুতে নবু মালিবু নামের একটি অভিজাত রেঁস্তোরা থেকে দু’জনকে একসঙ্গে বের হতে দেখা গেছে।

চেলসি তার ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো ডিক্যাপ্রিওর বাড়িতে তোলা। এতে দেখা যাচ্ছে, নীলনয়না এই সুন্দরী তোয়ালে পরে ভেজা চুলে মোবাইলে তাকিয়ে আছেন।

তবে একটি সূত্র এটাকে গুজব জানিয়ে বলেন, ‘এটা সত্যি নয়। কোনো মেয়ের সঙ্গেই এখন ডিক্যাপ্রিওর সম্পর্ক নেই। ৪১ বছর বয়সী এই অভিনেতার বেশিরভাগ সময় কাটে পরিবেশবান্ধব বিষয় নিয়ে। ’

বহু বছর সাধনার পর গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার অস্কার পুরস্কার ঘরে তোলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পান তিনি। এর আগে আরও পাঁচবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন মার্কিন এই তারকা।  

ভিক্টোরিয়া’স সিক্রেটের মডেলদের মধ্যে এর আগে ইসরায়েলি তারকা বার রাফায়েলির সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন ডিক্যাপ্রিও। আবার এই প্রতিষ্ঠানের মডেলের সঙ্গে তাকে জড়িয়ে প্রকাশিত খবর অনলাইনে সোরগোল ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।