ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

স্পাইডার-ম্যানের সঙ্গে অ্যাভেঞ্জার্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
স্পাইডার-ম্যানের সঙ্গে অ্যাভেঞ্জার্স

‘স্পাইডার-ম্যান’ সিরিজের নতুন ছবিতে মার্ভেল কমিকসের সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সকে দেখা যাবে। পৃথিবীকে বাঁচাতে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, হাল্ক, থর যোগ দেবে মাকড়সা-মানবের সঙ্গে।

মার্ভেল স্টুডিও সভাপতি কেভিন ফাইগি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘স্পাইডার-ম্যান এখন বিশ্বব্রক্ষ্মান্ডে। পৃথিবীর মজাই হলো এতে অন্য চরিত্রগুলোও ফিরে এসে সামনের দিকে এগোতে থাকে। ’

‘স্পাইডার-ম্যান’ সিরিজের ষষ্ঠ ছবি (নাম চূড়ান্ত হয়নি) তৈরির জন্য মার্ভেল কমিকসের সঙ্গে হাত মিলিয়েছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। জন ওয়াটসের পরিচালনায় এতে গুরুত্ব দেওয়া হয়েছে পিটার পার্কারের স্কুলজীবনের দিনগুলো।

এ ছবিতে প্রথমবার মাকড়সা-মানবের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। এ ছাড়া আছেন মারিসা টোমেই ও জেন্ডায়া। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।

‘স্পাইডার-ম্যান’ সিরিজের আগেই ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ ১৯ বছর বয়সী টম হল্যান্ডকে দেখা যাবে পর্দায়। এর ট্রেলারে দেখা গেছে, ক্যাপ্টেন আমেরিকাকে পরাস্ত করতে স্পাইডার-ম্যানকে ডাকে আয়রন ম্যান। খুশির খবর হলো, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ থাকছে স্পাইডার-ম্যান।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।