ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

‘আমি নেই...’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
‘আমি নেই...’

‘সত্যি যেদিন আমি থাকবো না/চেনাজানা পথ ধরে হাঁটবো না/প্রিয় নামে তোমায় আর ডাকবো না/ভালো করে খুব ভালো আর বাসবো না/আমি নেই, আমি নেই, এমন একটা শহর...’- সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান এটি। সুর-সংগীত তারই।

পহেলা বৈশাখ উপলক্ষে আজব রেকর্ডস থেকে প্রকাশিত হলো ‘আমি নেই...’ শিরোনামের গানটি। ইউটিউব ও ফেসবুক পেজে এর ভিডিও এসেছে রোববার (১০ এপ্রিল)। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এটি অনলাইনে পাওয়া যাচ্ছে আইটিউন্স, অ্যামাজন, স্পটিফাইসহ বিভিন্ন পোর্টালে। এ ছাড়া জিপি মিউজিক ও গান অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

একক গান বের করা প্রসঙ্গে জয় বলেন, ‘২০১৩ সালের জুনে আমি যখন ‘ছুতো’ নামের সিঙ্গেলটি শুধু অনলাইনে প্রকাশ করি, তখন অনেকেই হেসেছেন! তাদের মন্তব্য ছিলো, শুধু অনলাইনে একটি গান প্রকাশ করে কী হবে? অথচ আজ সারাবিশ্বের মতো বাংলাদেশেও অনলাইনে সিঙ্গেল প্রকাশ একটি জনপ্রিয় ধারা। তাই আমার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ’

* ‘আমি নেই...’ গানের ভিডিও :
 

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।