ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ইমরান হাশমির পুত্রকে চিঠি লিখলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ইমরান হাশমির পুত্রকে চিঠি লিখলেন অমিতাভ

বলিউড অভিনেতা ইমরান হাশমি বিশেষ একটি চিঠি পেয়েছেন তার পুত্র আয়ানের জন্য। চিঠিটির খামের ছবি তুলে রোববার (১০ এপ্রিল) টুইটারে পোস্ট করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা।

আয়ানকে এটি লিখেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

ইমরান ক্যাপশনে লিখেছেন, ‘চিঠির জন্য ধন্যবাদ বচ্চন স্যার। আয়ান ব্যাটম্যান হতে চায়। আর ব্যাটম্যানের ইচ্ছে অমিতাভ হওয়া। সুতরাং আপনিই প্রকৃত সুপারহিরো!’ এরপর বিগ বি টুইটারে লিখেছেন, ‘সত্যিই দারুণ পুত্র পেয়েছো ইমরান। সৃষ্টিকর্তা ওর মঙ্গল করুন। ও সবসময় সুস্থ থাকুক। ’

চলতি সপ্তাহে নিজের লেখা প্রথম বই বের করেছেন ইমরান হাশমি। পুত্র আয়ানের (৪) কিডনির ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং তা থেকে উতরে ওঠা পর্যন্ত তার পরিবারের উৎকণ্ঠা ও লড়াই নিয়ে এটি লেখা।

এদিকে টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ ছবি নিয়ে ইমরান এখন ব্যস্ত। তার দাবি, এতে ম্যাচ ফিক্সিংয়ের নতুন দিক দেখবে দর্শক। ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এটি। ছবিটিতে আরও আছেন লারা দত্ত, প্রাচী দেশাই ও নার্গিস ফাখরি। ‘আজহার’ মুক্তি পাবে আগামী ১৩ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।