ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

বোকা বানালেন এশা গুপ্তা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বোকা বানালেন এশা গুপ্তা! এশা গুপ্তা

এপ্রিল ফুলের মজাটা দেরিতে উপভোগ করলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। শনিবার (৯ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেন তিনি।

এতে দেখা গেছে তার অনামিকায় ডায়মন্ডের আংটি।

ক্যাপশনে এশা লিখেছেন, ‘তিনি জানতে চাইলেন এবং আমি হ্যাঁ বললাম। ’ এরপরই তার বাগদানের বিভ্রান্তি ছড়ায়। ভক্তরাও বিশ্বাস করে ফেলে শিগগিরই থিতু হতে যাচ্ছেন তিনি।

পরে অবশ্য পুরোটাই ভাওতাবাজিতে পরিণত হয়েছে! রোববার (১০ এপ্রিল) টুইটারে এশা জানান তার বাগদান হয়নি। এ যাত্রায় ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘বাগদান করিনি। যদিও ডায়মন্ডের আংটির আকার এমন বড় হলে সবসময়ই তা গ্রহণ করি। ’ ইনস্টাগ্রামে একটি কার্টুনের পোস্টার পোস্ট করে তিনি জানান, একটি অলঙ্কার ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করছিলেন।

২০১২ সালে ‘জান্নাত টু’ ছবির মাধ্যমে ইমরান হাশমির বিপরীতে বলিউডে যাত্রা শুরু হয় এশার। এরপর এ জুটির ‘রাজ থ্রি’ ছবিটিও সুপারহিট হয়েছে। সর্বশেষ তারা ‘ম্যায় রহু ইয়া না রহু’ গানের ভিডিওতে মডেল হন।

এশা অভিনীত ছবির তালিকায় আরও আছে ‘রাজ থ্রি’, ‘চক্রব্যুহ’, ‘হামশাকালস’ প্রভৃতি। তার হাতে এখন তিনটি ছবি। সবই মুক্তি পাবে এ বছর। এগুলো হলো ‘হেরা ফেরি থ্রি’, নীরাজ পান্ডের ‘রুস্তম’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। এ ছাড়া বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ আইটেম গানে দেখা যাবে তাকে। গত বছর ‘বেবি’ ছবির আইটেম গানে অংশ নেন তিনি।


বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।