ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

এবারের এমটিভি মুভি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এবারের এমটিভি মুভি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ১১টি মনোনয়ন পেয়েছিলো ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। এর মধ্যে বর্ষসেরা চলচ্চিত্রসহ তিনটি পুরস্কার গেলো এর ঘরে।

ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে শনিবার (৯ এপ্রিল) বসেছিলো অনুষ্ঠানটির ২৫তম আসর।

এতে দারুণ অভিনয়ের জন্য ব্রেকথ্রু পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী ডেইজি রিডলি। তিনি বলেছেন, ‘সব বয়সীর জন্য মানানসই একটি ছবিতে যুক্ত হতে পারার অনুভূতি চমৎকার। ’ ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এ সেরা খলচরিত্রে অভিনয়ের পুরস্কার জিতলেন অ্যাডাম ড্রাইভার।  

দুটি করে পুরস্কার পেয়েছে ‘ডেডপুল’ ও ‘পিচ পারফেক্ট টু’। সেরা কমেডি পারফর্ম্যান্স ও সেরা মারামারি বিভাগে সেরা হয়েছে রায়ান রিনোল্ডস অভিনীত ‘ডেডপুল’। ‘পিচ পারফেক্ট টু’ বাগিয়ে নিয়েছে সম্মিলিত অভিনয়ের পুরস্কার। এ ছাড়া রেবেল উইলসন ও অ্যাডাম ডেভিনের সুবাদে সেরা চুম্বন বিভাগেও সেরা এটি।

‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান উঠেছে শার্লিজ থেরনের হাতে। অস্কারজয়ী এই অভিনেত্রী সোনালি রঙা পপকর্ন আদলের স্ট্যাচু গ্রহণের সময় ছবিটির পরিচালক অস্ট্রেলীয় নির্মাতা জর্জ মিলারকে শ্রদ্ধা জানান। সঙ্গে ধন্যবাদ দেন নিজের দুই সন্তান জ্যাকসন ও অগাস্টকে। থেরন বলেন, ‘এমন একটি মহাকাব্যিক কাল্পনিক ছবিতে কাজ করে আমি অনেক সম্মানিত ও অভিভূত। আমার পুত্র জ্যাকসনকে ধন্যবাদ জানাই, ছবিটির দৃশ্যধারণ চলাকালে আমার সঙ্গে ছিলো ও, আমার মুখে প্রতিদিন হাসি ফুটিয়েছে সে। এ পুরস্কারটি আমার ফিউরিওসা আমার মেয়ে অগাস্ট ও বিশ্বের সব ফিউরিওসার পক্ষ থেকে নিচ্ছি। আপনারাই সত্যিকারের লড়াকু। ’

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)। সেরা হিরো সম্মান বাগিয়েছেন জেনিফার লরেন্স (দ্য হাঙ্গার গেমস: মকিংজে- পার্ট টু)। সেরা অ্যাকশন পারফর্ম্যান্স পুরস্কার জিতেছেন ক্রিস প্রাট (জুরাসিক ওয়ার্ল্ড)।

পিক্সারের ‘ইনসাইড আউট’-এ জয় চরিত্রে কণ্ঠ দেওয়ার সুবাদে অ্যামি পোয়েলার পেয়েছেন সেরা ভার্চুয়াল পারফর্ম্যান্স পুরস্কার। কমেডিক জিনিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মেলিসা ম্যাককার্থিকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডোয়াইন জনসন ও কেভিন হার্ট।

আজীবন সম্মাননা হিসেবে এমটিভি জেনারেশন অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা উইল স্মিথ। অনুষ্ঠানে নিজের নতুন ছবি ‘সুইসাইড স্কোয়াড’-এর ক্লিপ প্রকাশ করেন তিনি। এতে তার সহশিল্পী জারেড লেটো, মার্গট রবি ও কারা ডেলেভিন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।