ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

তৌকীরের নতুন ছবি ‘হালদা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
তৌকীরের নতুন ছবি ‘হালদা’

মামুলি কোনো নদী নয় হালদা। চট্টগ্রামের এই নদীটির কিছু বিশেষত্ব আছে।

বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত শুধু অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে অনুকূল পরিবেশে ডিম ছাড়ে। এই বিশেষ সময়টাকে মাথায় রেখে হালদার তীরে গেলেন অভিনেতা তৌকীর আহমেদ। ডিম সংগ্রহ কিংবা মাছ ধরা নয়, তার পরের ছবির নামই ‘হালদা’।
 
তৌকীরের সর্বশেষ ছবি ‘অজ্ঞাতনামা’ এখনও মুক্তি পায়নি। দীর্ঘবিরতির পর এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় ফেরেন তিনি। এর রেশ কাটতে না কাটতেই ফেসবুকে তার কাছ থেকে এলো নতুন ছবির ঘোষণা। শুটিং করতে হালদা নদীতে গিয়েছিলেন জনপ্রিয় এই তারকা। সেখানে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।

হালদা নদী ও নদীঘেঁষা প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্য নিয়ে তৌকীরের নতুন ছবি ‘হালদা’। নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা- এসব উঠে আসবে কাহিনিতে। ছবিটির পাত্র-পাত্রী চূড়ান্ত হয়নি এখনও। অচিরেই এ ঘোষণা দেবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।