ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সুখবর দিলেন হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
সুখবর দিলেন হৃতিক

কিছুদিন ধরে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে ঘিরে নেতিবাচক খবরের বন্যা বইছে সংবাদমাধ্যমে। প্রাক্তন প্রেমিকা কঙ্গনা রনৌতের সঙ্গে আইনি লড়াই এবং অজানা বিতর্কিত খবরগুলো হতাশ করেছে সবাইকে।

এতো মন্দের ভিড়ে ভক্তদের এবার সুখবর দিলেন তিনি।

হৃতিকের বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি ‘মহেঞ্জদারো’র মুক্তির কাউন্টডাউন শুরু হয়েছে। এটি প্রেক্ষাগৃহে আসবে চলতি বছরের ১২ আগস্ট। গত ৮ এপ্রিল টুইটারে একটি স্থিরচিত্র শেয়ারের মাধ্যমে খবরটি দেন ৪২ বছর বয়সী এই অভিনেতা।

স্থিরচিত্রে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে একটি ক্ল্যাপস্টিকে লেখা ‘মহেঞ্জোদারো’ এবং ১২ আগস্ট। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এতোটা দিন নির্দিষ্ট কোনো চরিত্রের শক্তিমত্তার প্রমাণ দেওয়াটা গর্বের ব্যাপার! কাজ শেষ হলো!’

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জদারো’ গল্পটা হলো প্রেম-প্রতিশোধের। ২৬০০ খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার সময় পাকিস্তানের সিন্ধে প্রাচীন শহর মহেঞ্জোদারোর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি।

এতে খল চরিত্রে আছেন কবির বেদি। এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি ২০১০ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।

২০০৮ সালে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় ‘যোধা আকবর’ ছবিতে অভিনয় করেন হৃতিক। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।