ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

শিমুল খান ‘যাদু জানে’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
শিমুল খান ‘যাদু জানে’! শিমুল খান

প্রখ্যাত সংগীতশিল্পী দিলরুবা খানের কন্যা শিমুল খান। লোকগানে নিজেকে মেলে ধরেছেন তিনি।

সংগীতাঙ্গনেও পেয়েছেন পরিচিতি। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসছে তার একক অ্যালবাম ‘যাদু জানে’।

শিমুল জানান, লেজার ভিশনের ব্যানারে প্র্রকাশিতব্য অ্যালবামটিতে থাকছে শফি মন্ডল, আক্কাস দেওয়ান, সরকার মালেক, ননতু ক্ষ্যাপ, খোয়াজ মিয়া ও রাধা রমন রচিত গান।

সুরকারের তালিকায় আছেন ননতু ক্ষাপা, আক্কাস দেওয়ান, সরকান মালেক, খোয়াজ মিয়া ও রাধা রমন। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ, আরফিন রুমি, মুশফিক লিটু ও তানভীর রনী।

শিমুল খান বলেন, ‘যত্ন নিয়ে গানগুলো গেয়েছি। লোকজ গানের শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। ’  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।