ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পশ্চিমবঙ্গে সপ্তম সপ্তাহে ‘ছুঁয়ে দিলে মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
পশ্চিমবঙ্গে সপ্তম সপ্তাহে ‘ছুঁয়ে দিলে মন’

পশ্চিমবঙ্গে সাত সপ্তাহ ধরে চলছে আরিফিন শুভ ও মম জুটির ‘ছুঁয়ে দিলে মন’। গত ২৬ ফেব্রুয়ারি আমদানী নীতি ২০১২-১৫-এর আদেশের ৪৯ (গ) আওতায় সাফটা চুক্তির অংশ হিসেবে ওপারের ১৯টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ছবিটি।

পরিচালক শিহাব শাহীন রোববার (১০ এপ্রিল) ফেসবুকে জানান, পশ্চিমবঙ্গে সপ্তম সপ্তাহ চলছে ‘ছুয়ে দিলে মন’। তিনি লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনে খবরটা শেয়ার না করে পারলাম না!’

বিশেষ দিন বলতে শিহাব শাহীন বুঝিয়েছেন ছবিটি মুক্তি পাওয়ার কথা। ২০১৫ সালের ১০ এপ্রিল ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় ‘ছুঁয়ে দিলে মন’। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইরেশ যাকের, আলীরাজ, সুষমা সরকার, নওশাবা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত এবং শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’-এর ভারতে পরিবেশকের দায়িত্ব পালন করছে পিয়ালী ফিল্মস ও জিরোনা এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।