ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এলো শাফিন আহমেদের দুই গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এলো শাফিন আহমেদের দুই গান শাফিন আহমেদ

নতুন দুটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ। পহেলা বৈশাখ উপলক্ষে অনলাইনে ছাড়া হয়েছে ‘আবার তোরা মানুষ হ’ ও ‘সেকেণ্ড মিনিট ঘণ্টা’ শিরোনামের গানগুলো।

 

জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হলেও শাফিন প্রায়ই একক ও মিশ্র অ্যালবামে গেয়েছেন। দীর্ঘদিন পর নতুন দুটি গানে পাওয়া যাবে তাকে। দুটি গানই শাফিনের নিজের লেখা ও সুর করা। সংগীতায়োজনও তারই।

‘আবার তোরা মানুষ হ’ ও ‘সেকেণ্ড মিনিট ঘণ্টা’ গানগুলো প্রকাশ করেছে এমই লেবেল। বিশ্বব্যাপী এগুলো শোনা কিংবা সংগ্রহ করা যাবে আইটিউনস, অ্যামাজন, গুগল প্লেসহ আরও কয়েকটি মাধ্যম থেকে।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।