ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সালমানভক্ত সুজির কথা মনে আছে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
সালমানভক্ত সুজির কথা মনে আছে? সালমান খান ও সুজি

গত বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিলো সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি শেষদিকের কিছু অংশ দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

তেমনটাই হয়েছিলো সালমান খানের এক ক্ষুদেভক্ত সুজির সঙ্গেও। ছবিটি দেখার পর সেও চোখের অশ্রু আঁটকে রাখতে পারেনি। তার এই কান্নার ভিডিওটি ছড়িয়ে পড়েছিলো গোটা দুনিয়ায়।

শুধু তাই নয়, বলিউডের এই সুপারস্টারকে সুজি কতোটা ভালোবাসে তাও প্রকাশ হয়েছিলো ওই ভিডিওতে। এমনকি সালমান খান নিজেও ছোট সুজির সেই কান্নার ভিডিওটি দেখেছিলেন। এরপর ৫০ বছর বয়সী এই অভিনেতা তার জবাবে বলেছিলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি সুজি’।    


তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তানের এই সুজিকে এবার দেখা যাবে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’-এ। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন সুজি।

* সুজির কান্নার সেই ভিডিও :

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।