ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

রাজা-রানীর জন্য সাইফ-কারিনার আলাদা পার্টি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রাজা-রানীর জন্য সাইফ-কারিনার আলাদা পার্টি! (বাঁ থেকে) কেট মিডেলটন, প্রিন্স উইলিয়াম, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

গত ১১ এপ্রিল মুম্বাইয়ের তাজ হোটেলে বলিউডের সব তারারা ব্যস্ত ছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটনকে নিয়ে। বলা যায়, গোটা বলিউড উপস্থিত ছিলো এই অনুষ্ঠানে।

কিন্তু উইলিয়াম ও কেটের জন্য আয়োজিত এই পার্টিতে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের উপস্থিতি নজরে পড়েনি কারও। এ কারণে ‍অনেকের মনে নানা প্রশ্নও উঠেছে।

কিন্তু নবাব ও বেগমের মনে ছিলো অন্য কিছু। রাজা-রানীর জন্য আলাদা কিছু করতে চেয়েছিলেন তারা। এ কারণে একই রাতে ওই রাজদম্পতির জন্য পৃথক পার্টির আয়োজন করেছিলেন সাইফ-কারিনা। তাজ হোটেলের পার্টি শেষে উইলিয়াম ও কেট সাইফিনার বাড়িতে যান। রাজদম্পতিকে ঘিরে নয়, কারিনা অভিনীত ‘কি অ্যান্ড কা’র সাফল্যের জন্যও ছিলো এই পার্টি

পার্টিতে উপস্থিত ছিলেন সোহা আলি খান ও কুনাল খেমু দম্পতি, রোহান গোভাস্কর, করণ জোহর, আলিয়া ভাট, অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, সোনম কাপুর, কঙ্গনা রনৌত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা এপ্রিল ১২, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।