ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নিজের প্রতি আসক্ত নই।। শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
নিজের প্রতি আসক্ত নই।। শাহরুখ খান

শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগণিত। সেই ভক্তদের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘ফ্যান’।

ছবিতে নিজের চরিত্রটি দু:সাহসিকভাবে ফুটিয়ে তুলেছেন কিং খান। অনেকেই বলছেন, এটা কেবল তার পক্ষেই সম্ভব। কিন্তু ব্যক্তিগত জীবনে নাকি নিজেকে পছন্দ করেন না শাহরুখ! টিভি শো ‘ইয়ার মেরা সুপারস্টার’-এ নিজের ব্যাপারে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশা।

এ বিষয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘বাস্তব জীবনে আমি মোটেও নিজেকে পছন্দ করি না এবং নিজের প্রতি আসক্ত নই। আমি যদি আমাকে খুব বেশি ভালবাসতাম, তাহলে কখনও আমার চরিত্রগুলো দর্শকদের মাঝে ফুটিয়ে তুলতে পারতাম না। ’

বলিউড বাদশাহ আরও বলেন, ‘দর্শক আমাকে যেভাবে দেখে আমি নিজেকে কখনও সেভাবে দেখি না। এমনকি, আমি কখনও আমার নিজের ছবিগুলো টেলিভিশনের পর্দায় দেখিনি। আমার অভিনীত এমনও অনেক ছবি আছে যা আমি আজ পর্যন্ত দেখিনি। শুধু কাজ চলাকালীন সময়ে মাঝে মাঝে ছবির বিভিন্ন অংশ দেখে নিতে হয়-যেমন ‘ফ্যান’ ছবিটিতেও দেখে নিতে হয়েছে। শুধু এতটুকুই আমাকে আমার দেখা। নিজে কখনও ইচ্ছা করে আমার অভিনীত ছবিগুলো দেখিনি বা এর কোনোও আগ্রহ নেই। ’

‘ফ্যান’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সুপারস্টার আরিয়ান খান্না ও ভক্ত গৌরবের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ১৫ এপ্রিল মুক্তি পাবে আলোচিত এই ছবিটি।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।