ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

রিয়াজ লড়ছেন ‘সবুজ ঢাকা’র জন্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রিয়াজ লড়ছেন ‘সবুজ ঢাকা’র জন্য

ঢাকার তাপমাত্রা বেড়ে গেছে। পাশাপাশি বাড়ছে রোগব্যাধি।

ঢাকাকে বসবাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপন করতে হবে। এর জন্য ‘সবুজ ঢাকা’ নামের একটি সংগঠন কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এই মহতী উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশিষ্ট অভিনেতা রিয়াজ।

‘সবুজ ঢাকা’ জানায়, রাজধানী শহরে ‘রুফ টপ অ্যান্ড ইনডোর গার্ডেনিং’-এর জন্য ২৭ মিলিয়ন গাছের চারা ও সরঞ্জাম শহরবাসীর দোরগোড়ায় সরবরাহ করছে সংগঠনটি। এ উদ্যোগকে ঘিরে প্রচারণাও শরু হয়েছে। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচারে অংশ নিচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘সবুজ ঢাকা’র পক্ষে প্রচারে উপস্থিত ছিলেন তিনি।

রিয়াজ এর আগেও জনসচেতনামূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নায়কের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ আছে। তাই এ মহতী কাজের ব্যাপারে রিয়াজের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।