ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

১৬ বছর পর রূপালি পর্দায় সালমান-শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
১৬ বছর পর রূপালি পর্দায় সালমান-শাহরুখ!

কিছুদিন আগে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’-এর সেটে গিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান। কেননা সেই একই জায়গায় চলছিলো শাহরুখের ‘রায়ীস’-এর দৃশ্যধারণ।

সেখানে গিয়ে সালমানের সঙ্গে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেন কিং খান।

তবে সবচেয়ে মজার খবর হলো, ‘সুলতান’-এর সেটে শাহরুখের সেই আড্ডা, নাচ-গান, ঢোল ও হারমোনিয়াম বাজ‍ানোর দৃশ্যটি ‘সুলতান’-এ রাখা হবে। তবে এ বিষয়ে শাহরুখের সঙ্গে এখনও চূড়ান্ত কোনো কথা হয়নি। বলিউড বাদশাহ যদি দৃশ্যটি রাখার অনুমতি দেন তাহলেই ছবিতে এটি দেওয়া হবে। যদি এমনটি হয় তাহলে ১৬ বছর পর বড়পর্দায় সালমান ও শাহরুখকে আবার একফ্রেমে দেখবেন দর্শক।  

‘সুলতান’ নিয়ে প্রথম থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা ছিলো। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিতে মঙ্গলবার (১২ এপ্রিল)  ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবির টিজার। এক মিনিট ২৫ সেকেন্ডের এই টিজারে দেখা যাচ্ছে, বিশাল দেহের সালমান কুস্তি খেলার জন্য ময়দানে নেমেছেন। যেখানে তার খেলা দেখার জন্য ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শক।  

হরিয়ানার এক কুস্তিগীরের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘সুলতান’। এতে সল্লুর বিপরীতে রয়েছে আনুশকা শর্মা।

* ‘সুলতান’ ছবির টিজার:

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।