ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দিল্লিতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
দিল্লিতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

‘ইন্দো-বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৬’ শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। ভারতের দিল্লির গ্রিনরুম থিয়েটার (জি. আর. টি.) কালচারাল সোসাইটির উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে  ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন।

সমাপনী দিনে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’।  

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ এর নির্দেশক। পাশাপাশি পোশাক ও মঞ্চ পরিকল্পনাও  করেছেন। সংগীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।

প্রাঙ্গণেমোরের ৯ম প্রযোজনা এটি। ১১ ফেব্রুয়ারি মঞ্চে অাসলেও দ্রুততম সময়ে ৭টি প্রদর্শনী হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।