ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বৈশাখী ‘পাঁচফোড়ন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
বৈশাখী ‘পাঁচফোড়ন’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। পহেলা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন তৈরি করেছে বিশেষ বৈশাখী ‘পাঁচফোড়ন’।

এবারের পর্ব সাজানো হয়েছে এক দম্পতির মধ্যে পহেলা বৈশাখে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নৃত্য, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন দিয়ে।

‘পাঁচফোড়ন’-এ নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকেন না। বিভিন্ন মাধ্যমের তারকা শিল্পীরা উপস্থাপনায় অংশ নেন। এবারও ব্যতিক্রম ঘটেনি।

স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও শারমীন জোহা শশী। এবার তিনটি বিশেষ গান রয়েছে। মিল্টন খন্দকারের কথা ও সুরে একটি গান পরিবেশন করেছেন কিরন চন্দ্র রায় ও শাহনাজ বেলী। দ্বৈত সংগীত পরিবেশন করবেন রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন রাজেশ।
 
হাজার বছরের ঐতিহ্য মাটির তৈরী জিনিসপত্র ও বায়োস্কোপের ওপর রয়েছে দুটি প্রতিবেদন। এ ছাড়া বৈশাখের ওপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ রয়েছে।

আগামী ১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ) রাত ৭টা ৫০ মিনিটে  এটিএন বাংলায় প্রচার হবে ‘পাঁচফোড়ন’।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।