ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গৌরির সঙ্গে মেয়ের কণ্ঠে কথা বলতেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
গৌরির সঙ্গে মেয়ের কণ্ঠে কথা বলতেন শাহরুখ শাহরুখ খান ও গৌরি খান

১৯৯১ সালের ২৫ অক্টোবর দিল্লির মেয়ে গৌরি খানকে বিয়ে করেন শাহরুখ খান। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবন পড়েছে ২৫ বছরে।

বিয়ের আগে গৌরির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন শাহরুখ। শুধু তা-ই নয়, মেয়েলি কণ্ঠে কথা বলে প্রেমিকার পরিবারকে বোকাও বানিয়েছেন বলিউড বাদশা।

কমেডিয়ান কপিল শর্মার নতুন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র প্রথম পর্বে ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করেছেন শাহরুখ। গত ১১ এপ্রিল মুম্বাইয়ে এর দৃশ্যধারণ হয়েছে। এতে ‘সেলফি সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন করা হলে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এখনকার যুগে সবার হাতেই মোবাইল ফোন, কিন্তু আমাদের সময় শুধু ল্যান্ডফোন ছিলো। গৌরির সঙ্গে কথা বলতে চাইলে আমাকে মেয়ের কণ্ঠে বলতে হতো, কারণ সবসময় ফোন রিসিভ করতো ওর ভাই বিক্রান্ত। মেয়েলি কণ্ঠে ওর ভাইকে বলতাম দয়া করে আমি কি গৌরির সঙ্গে কথা বলতে পারবো? ওর ভাই মনে করতো আমি হয়তো তার বোনের বান্ধবী! বিক্রান্ত এখনও জানে না, ওই মেয়েলি কণ্ঠের মানুষটি আমি নিজে। এই পর্বটি দেখার পর এটা জেনে যাবে ও। ’

এদিকে আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ১৯৯৮ সালে সর্বশেষ ‘ডুপ্লিকেট’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘ফ্যান’ পরিচালনা করেছেন মনীষ শর্মা। এতে শাহরুখের বিপরীতে আছেন নবাগতা ওয়ালুশা ডি’সুজা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।