ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের বাড়িতে ধোনির এক রাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
সালমানের বাড়িতে ধোনির এক রাত

১১ এপ্রিল রাতে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট গিয়েছিলেন ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী সিং ও রাজনীতিবীদ প্রাণফুল প্যাটেলের কন্যা পর্ণা।

ভোর ৪টা পর্যন্ত সালমানের বাড়িতেই ছিলেন ধোনি।

এ বিষয়ে সালমানের ঘনিষ্ঠসূত্র বলেন, ‘তারা তিনজন রাত ৮টায় এসেছিলেন। সালমান ও তার বন্ধুদের সঙ্গে ভোর চারটা পর্যন্ত পার্টি করেছেন সবাই। বলিউডের এই সুপারস্টারের ভাগিনা আহিলের জন্য উপহারও নিয়ে এসেছিলেন ধোনি-সাক্ষী দম্পতি। ’  

ওই সূত্রে আরও জানা যায়, সালমান খানের বাবা সেলিম খানের সঙ্গেও অনেকক্ষণ আড্ডা দিয়েছেন ধোনি। সবাই মিলে একসঙ্গে নৈশভোজ সেরেছেন। অতিথিদের নতুন ছবি ‘সুলতান’-এর টিজারও দেখিয়েছেন সালমান।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।