ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

একঝলক ‘নাইওর’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
একঝলক ‘নাইওর’ (ভিডিও)

পহেলা বৈশাখ উপলক্ষে গত ১১ এপ্রিল ইউটিউবে উন্মুক্ত হলো ‘নাইওর’ ছবির টিজার। আড়াই মিনিট ব্যাপ্তির টিজারটি সাজানো হয়েছে দুটি গানের ওপর ভিত্তি করে।

 

‘নাইওর’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা সিমলা। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাদের।  

পরিচালনা করেছেন রাশিদ পলাশ। তিনি জানান, টিজার মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন তারা। ছবিটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নবাগতা সাদিয়া।  

এ ছাড়াও আছেন মামুনূর রশীদ, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামালউদ্দিন, আহমেদ ফারুক, ফরহাদ শিশির, আরিফ সিদ্দিকী পিন্টু প্রমুখ।

আরশি প্রোডাকশন প্রযোজিত ‘নাইওর’-এর কাহিনী লিখেছেন পরিচালক পলাশ নিজেই। চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন আদনান আদীব খান। রোজার ঈদের পর মুক্তি পেতে যাচ্ছে ‘নাইওর’।

* ‘নাইওর’ ছবির টিজার : 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।