ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মিশার অভিনয়ে বিরতি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
মিশার অভিনয়ে বিরতি!

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এমনটি ঘটেনি। খল অভিনেতা মিশা সওদাগর অভিনয়ে সাময়িক বিরতি নিয়েছেন।

আপাতত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না তিনি। জনপ্রিয় এই অভিনেতা উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।  

বুধবার (১৩ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন মিশা। একা নন, স্ত্রী ও সন্তানদের নিয়ে মার্কিন মুলুকে গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদের পড়াশোনার খাতিরেই কিছুদিনের জন্য দেশ ছেড়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা। যুক্তরাষ্ট্রে ছেলের পড়াশোনার ব্যবস্থা করে দিয়ে তবেই দেশে ফিরবেন তিনি।  

এ কারণে আগামী দু’মাস অভিনয় করবেন না মিশা। দেশত্যাগের আগে আলোচিত এই অভিনেতা জানান, সন্তানের ঊজ্জ্বল ভবিষ্যত গড়তে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। দু’মাস পর দেশে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করবেন মিশা।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।