ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

চ্যানেলে চ্যানেলে বর্ষবরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
চ্যানেলে চ্যানেলে বর্ষবরণ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান বাংলা সংস্কৃতির অংশ হিসেবে নববর্ষকে বরণ করে নিতে শহর, গঞ্জে, গ্রামে থাকে নানান রঙের পসরা।

এসব আনন্দের মাঝে বাড়তি বিনোদন যোগ করে টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানমালা।  রমনার বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ সরাসরি দেখাবে বিটিভি। মঙ্গল শোভাযাত্রাও সরাসরি সম্প্রচার করবে চ্যানেলগুলো। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোর নির্বাচিত কিছু খবর রইলো।  


* ‘কিছু ভুল কিছু অভিমান’ নাটকে তাহসান ও নুসরাত ইমরোজ তিশা। আরটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। দর্শকের গল্পে তৈরি হয়েছে ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম ভাবনার নাটকটি। নিবেদনে ডাবর আমলা।


* ‘চার দু’গুণে আট’ নাটকের দৃশ্য। প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইব্রাহীম। অভিনয়ে ঝুনা চৌধুরী, সুভাশীষ ভৌমিক, মনিরা মিঠু, নওমিতা দাস, আবদুল্লাহ রানা, এহসানুর রহমান, মতিউল আলম, আশিক মনির, আজাদ, ওয়াসেক, আলভী, মিথিলা, চন্দ্রমনি, হিমি প্রমুখ।


* ‘জগতির এক রাত’ নাটকে আলিশা প্রধান। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় এতে অারও অভিনয় করেছেন সুমনা সোমা, বিনয় ভদ্র, এস এম মহসীন।


* ‘এবং ভোরের গল্প’ নাটকে নিলয় ও শখ। বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।


* ফাহমিদা নবী। মাছরাঙা টেলিভিশনের ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে থাকছে তার পরিবেশনা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়।


* ‘বাংলা গানের উৎসবে’ অনুষ্ঠানে সন্ধি। বাংলাভিশনে প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অনুষ্ঠানে আরও গেয়েছেন পথিক নবী, রন্টি দাস।


* ‘বৈশাখের রঙ’ অনুষ্ঠানে ইভা রহমান। এটিএন বাংলায় প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা।  


* দেশ টিভিতে বিকেল ৫টায় রয়েছে বৈশাখী ফ্যাশন শো ও জলের গানের পরিবেশনা।     


* ‘আজকের রান্না’ অনুষ্ঠানে উপস্থাপিকা ইশরাত বেনজীর ও অতিথি লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। জিটিভিতে প্রচার হবে রাত ৯টায়।


* ‘আজকের অনন্যা’র উপস্থাপিকা আজমেরী হক বাঁধন। জিটিভিতে প্রচার হবে রাত ৯টায়। এ পর্বের অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী ছায়া কর্মকার, ঝুমা খন্দকার, দেবলীনা সুর ও তানজিনা তমা।


* জাকিয়া বারী মম। জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় করেছেন ‘প্রেম তুমি’ নাটকে। এনটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। এতে তার সহশিল্পী অপূর্ব, হিল্লোল, সুমন পটওয়ারী প্রমুখ।  


* শফি মন্ডল। এনটিভির ‘মিউজিক এন রিদম’ অনুষ্ঠানে গাইবেন তিনি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত সাড়ে ১১টায়।  


* ফরিদা পারভীন ও মমতাজ। ‘বৈশাখে রঙে রঙিন’ অনুষ্ঠানে গাইবেন তারা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ আয়োজনে আরও গাইবেন রিংকু, ঐশী, ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা তালহা ও সৌরিন।


* ফ্যাশন অনুষ্ঠান ‘ওগো বিদেশীনি’র দৃশ্য। এসএ টেলিভিশনে প্রচার হবে রাত সাড়ে ৯টায়। উপস্থাপনায় রিনতি

হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোর সাড়ে ৫টায় শুরু হবে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ-১৪২৩’। সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে এক হাজার শিল্পী গাইবেন বর্ষবরণের গান। সার্বিক তত্ত্বাবধান করবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীরা। অনুষ্ঠানস্থলে থাকবে বৈশাখী মেলার আয়োজন। পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যে সুসজ্জিত থাকবে মেলার স্টলগুলো। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।  

ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য
এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য’। এতে উঠে এসেছে বাংলার বিভিন্ন লোকজ ঐতিহ্য। সাক্ষাৎকার, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। চারটি সেগমেন্টের মাধ্যমে বাংলার ঐতিহ্যের উল্লেখযোগ্য কিছু দিক তুলে ধরা হবে, সঙ্গে থাকবে চারজন বিশ্লেষকের বিশ্লেষণ।   

দীপ্ত টিভির বর্ষবরণ
বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির আয়োজনে সকাল সাড়ে ৭টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘দীপ্ত টিভির বর্ষবরণ ১৪২৩’। বর্ষবরণের গান পরিবেশন করবেন লিলি ইসলাম ও তার দল উত্তরায়ন। সমবেত নৃত্য পরিবেশন করবেন মণিপুরী মহিলা নৃত্যশিল্পী গোষ্ঠী (কেয়া সিংহা) এবং লায়লা হাসান ও তার দল। আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শিমূল মুস্তাফা, গান গাইবেন ফরিদা পারভীন ও রিজিয়া পারভীন। পালা গান পরিবেশন করবেন কুদ্দুস বয়াতি ও তার দল।

চলচ্চিত্র
চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে ‘জালালের গল্প’ (তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান), এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে ‘শিল্পী’ (আলমগীর, রুনা লায়লা, তানি লায়না), দেশ টিভিতে সকাল ৮টায় ‘রাগী’ (রাজ্জাক, ববিতা, পপি, রুবেল, এটিএম শামসুজ্জামান), চ্যানেল নাইনে সকাল ৯টায় ‘লালন’ (রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার), এশিয়ান টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে ‘পৃথিবী তোমার আমার’ (রাজ্জাক, ফারুক, শাবনূর, রিয়াজ)।

অন্যান্য
এশিয়ান টিভিতে রাত ১০টায় ‘মুভিবাজার’-এর বিশেষ পর্ব। বিষয় সিনেমায় বাংলা সাহিত্য। অতিথি নির্মাতা মোরশেদুল ইসলাম। পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। রাত সাড়ে ১০টায় রয়েছে মাহমুদুজ্জামান বাবুর উপস্থাপনায় ‘ঢাক ঢোলে বৈশাখ’। সংগীত পরিবেশনায় মাহমুদুজ্জামান বাবু, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার ও অনিমা গোমেজ মুক্তি।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।