ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সানসিল্কের ফেসবুক পেজে হাজার কণ্ঠে বর্ষবরণ সরাসরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
সানসিল্কের ফেসবুক পেজে হাজার কণ্ঠে বর্ষবরণ সরাসরি

সানসিল্ক ও চ্যানেল আইয়ের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪২৩’। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি শুরু হবে ভোর সাড়ে পাঁচটায়।

 

অনুষ্ঠানটি সানসিল্কের ফেসবুক পেজে (facebook.com/sunsilkhairexpertsbd) লাইভ স্ট্রিমিং করা হবে। নতুন বছরে তারুণ্যের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে শুভকামনা জানাতে সুরের ধারা চ্যানেল আইয়ের সঙ্গে তৃতীয়বারের মতো এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে তারুণ্যের ব্র্যান্ড সানসিল্ক। তবে আগের দু’বার এমন উদ্যোগ দেখা যায়নি।  

হাজারো কণ্ঠে বর্ষবরণের পর পরিবেশন করা হবে চৈত্রসংক্রান্তির গান ও মঙ্গল শোভাযাত্রা। নাচ, ড্যান্স ড্রামা, ফ্যাশন শোসহ রঙিন এই আয়োজনে থাকছে বিভিন্ন সংগীতশিল্পীর গান।  

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকের এবং ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার।  

বাংলাদেশ সময় : ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।