ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গ্রুপ থিয়েটার ফেডারেশানের চৈত্রসংক্রান্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
গ্রুপ থিয়েটার ফেডারেশানের চৈত্রসংক্রান্তি

বছরের শেষ সন্ধ্যা। তাই শত হতাশা আর যন্ত্রণার মধ্যেও মানুষ শেষ মুহূর্তে ভালো কিছুর আশা থাকে।

তাই বর্ষবিদায়ের বেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ঢুকতেই কানে ভেসে এলো ওস্তাদ শাহাদাত হোসেন খানের সরোদের সুর। তিনি স্মরণ করেন রবিঠাকুর, হাছন রাজাসহ অনেককে।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পুরাতন বছরের জরাজীর্ণকে বিদায় দিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করে চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান।

শিল্পাঙ্গনের প্রথিতযশা কয়েকজনের উপস্থিতিতে জাতীয়সংগীতের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মধ্যে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানটি শুরু করবে। এখানে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
অনুষ্ঠানে ছিলো বিভিন্ন নাট্যদল থেকে আসা কর্মীদের কণ্ঠে সমবেত সংগীত। গানের পাশাপাশি ছিলো পাঁচটি দলের স্বল্প সময়ের উপস্থিতি মনোমুগ্ধকর। ছিলো লোকসংগীত ও লোকজ নৃত্য।

বাংলাদেশ সময় : ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।